শুক্রবার ৮ ঘণ্টার উন্নয়নে ইন্টারনেটের গতি কমবে সামান্য

২৪ মে, ২০২১ ১৪:৪২  
সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপনের কারণে আগামী শুক্রবার (২৮ মে) দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা ইন্টারনেটের গতি কম থাকতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, এসময় গ্রাহকরা সাময়িকভাবে ধীরগতি সমস্যায় পড়তে পারেন। এ বিষয়ে বিএসসিসিএলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ডিজিবাংলাকে জানান, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজের জন্য ‘সিমিউই-৪’ সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ কেবলের বিকল্প রুট হিসাবে নতুন একটি রুট স্থাপনের কাজ শেষ হয়েছে। নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে ‘সিমিউই-৪’ সাবমেরিন কেবলের সংযোগ দেওয়া হবে। শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কাজ হবে। যত দ্রুত সম্ভব এই কাজ করা হবে। ফলে সময় বৃদ্ধির সম্ভাবনা নেই এমনটি জানান তিনি। এছাড়াও এই উন্নয়ন কাজে ইন্টারনেটের গতি খুব সামন্যই কমবে বলে জানিয়েছেন বিএসসিসিএলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম। তিনি জানান, এই কাজটি যেন দ্রুত সম্পাদিত হয় এবং গ্রাহকরা যেন ভোগান্তিতে না পড়েন সেজন্য আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। ওইদিন ঘটনাস্থলে থেকেই বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান পুরো বিষয়টি তদারকি করবেন। আগাম এই উদ্যোগের ফলে ইন্টারনেট গ্রাহকদের খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।